আন্তর্জাতিক

সৈকতের ছাতা উড়ে গেঁথে গেল নারী পর্যটকের বুকে

তীব্র বাতাসে সমুদ্র সৈকতের ছাতা উড়ে গিয়ে এক নারীর বুকে গেঁথে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যের বিষয় তিনি বেঁচে আছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্রতীরবর্তী ওশান সিটিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সৈকতে একটি চেয়ারে বসে ছিলেন ৪৬ বছর বয়সী ওই নারী। সৈকতে যেসব বড় বড় ছাতা ভাড়ায় পাওয়া যায়, তেমনি একটি ছাতা হঠাৎ করেই তীব্র বাতাসে উড়ে এসে তার বুকে গেঁথে যায়।

পরে উদ্ধারকর্মী ছাতার বাট কেটে ওই নারীকে উদ্ধার করেন। তাকে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

গত সপ্তাহেই নিউ জার্সিতে আরেকটি বিচে এক ব্রিটিশ নারী পায়ে একইভাবে একটি ছাতা গেঁথে যায়। মার্গারেট রেনল্ডস নামের ওই নারীর গোড়ালির এক দিক দিয়ে ঢুকে আরেক দিকে বেরিয়ে যায় ধাতব ছাতাটি। পরে তাকে মুক্ত করতে লোহার বল্টু কাটার যন্ত্র ব্যবহার করা হয়।

সূত্র : বিবিসি

এমবিআর/জেআইএম

Advertisement