প্রবাস

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে মাদ্রিদে ফুলেল শুভেচ্ছা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে স্পেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। ২১ জুলাই রাত দশটায় সরকারি সফরে মাদ্রিদে পৌঁছালে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

Advertisement

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছেন।

স্পেনে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, প্রথম সচিব হারুন আল রশিদ, শ্রম সচিব শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাসপোর্ট জনিত সমস্যার সমাধান, প্রবাসীদের আইনি সহায়তা প্রদান, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের জন্য সিআইপি সুবিধা প্রদান, ভোটাধিকার, প্রবাসী পল্লী নির্মাণসহ নানা প্রকল্প সরকার হাতে নিয়েছে বলে জানান নুরুল ইসলাম বিএসসি।

Advertisement

বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা জানান, প্রবাসে কেউ মৃত্যুবরণ করলে বর্তমানে আমরা তিন লাখ ৩৫ হাজার টাকা প্রদান করছি, এই টাকার পরিমাণ আগামীতে কিভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করছি। প্রবাসে কেউ যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তার মরদেহ সরকারি খরচে দেশে আনার পরিকল্পনা নিচ্ছে সরকার।

স্পেন আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, মন্ত্রী নরুল ইসলাম বিএসসিকে প্রবাসীদের পুলিশ রিপোর্টে হয়রানি, বিমানবন্দরে হয়রানি, পাসপোর্ট সমস্যা সমাধানসহ স্পেনে বাংলাদেশি জনশক্তি রফতানির জন্য অনুরোধ করেন।

মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগ নেতা মো. বোরহান উদ্দিন, দুলাল সাফা, মো. জাকির হোসেন, আব্দুল কাদির, আব্দুল কাইয়ুম সেলিম, আব্দুর রহমান, জানে আলম, মো. রিজভী আলম, ফয়সাল ইসলাম, মো. জসীম উদ্দীন, মো. আকতারুজ্জামান, দবির তালুকদার, আলমগীর হোসাইন, পারভেজ, মবিন, সায়েম সরকার, ইফতেখার আলম।

এছাড়া এনাম আলী খান, তাপস দেবনাথ, অ্যাডভোকেট তারিক হোসেন, ফারুক আহমেদ পাভেল, জালাল হোসাইন, নিজাম উদ্দিন, মাসুম সাহরিয়ার, আইয়ুব আলী সোহাগ, বাহার উদ্দীন, সাংবাদিক জহিরুল ইসলাম, কবির আল মাহমুদ, স্পেন ছাত্রলীগ সভাপতি ইসমাইল হোসেন রায়হান, ছাত্রলীগ নেতা সুমন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

ইসমাইল হোসাইন রায়হান

এমআরএম/আরআইপি