রাজনীতি

যে আসনগুলো চায় বাংলাদেশ জাসদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে ক্ষমতাসীন শিবিরে। দেশব্যাপী জনসভা করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে অংশ নিতে প্রচার-প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরাও।

Advertisement

ক্ষমতাসীন জোট সূত্রে জানা গেছে, নির্বাচনী আসন বণ্টন না হলেও জোটগতভাবে নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের ওপর ভর করে বিভিন্ন আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোটের শরিক দলগুলোর নেতারা।

জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ। শরীফ নুরুল আম্বিয়া, মঈন উদ্দিন খান বাদল ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন দলটি অন্তত ২৫টি আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

দলটির নেতারা জানান, বর্তমান সংসদে চারটি আসনে নিজেদের সদস্য রয়েছে। এর বাইরে যে সব আসনে ভালো প্রার্থী রয়েছে, সে সব আসনে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। জোটের সভায় প্রার্থী চূড়ান্ত হবে বলেও তারা জানান।

Advertisement

জানা গেছে, নড়াইল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জাতীয় সমাজতান্ত্রিক দল- বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, চট্টগ্রাম-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কার্যকরী সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল, পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধান।

দলটির নীতিনির্ধারণী নেতারা জানান, বরিশাল-২ আসনে আবুল কালাম আজাদ বাদল, রংপুর-২ আসনে আবদুস সাত্তার, রংপুর-৩ আসনে সাব্বির আহমেদ, কুষ্টিয়া-১ আসনে রেজাউল হক, বগুড়া-৪ আসনে গোলাম মোস্তফা ঠান্ডু, পিরোজপুর-৩ আসনে দলটির সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, বরিশাল-৬ আসনে মোহাম্মদ মহসীন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হোসাঈন আহমেদ তফসীর, পাবনা-৪ আসনে আমিরুল ইসলাম রাঙা, সাতক্ষীরা-২ আসনে আবু বকর সিদ্দিক, নড়াইল-২ আসনে অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ, পঞ্চগড়-২ আসনে এমরান আল আমিন, মৌলভীবাজার-৩ আসনে আব্দুল মুসাব্বির, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আজিজুর রহমান আজিজ, রাজশাহী-২ আসনে শফিকুল ইসলাম, ফেনী-২ আসনে শফিউদ্দিন বেলাল, ঢাকা-৭ আসনে নগর সভাপতি আবদুস সালাম খোকন প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

এইউএ/এমএআর/পিআর

Advertisement