নওগাঁর মান্দায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও আরও তিন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেছে।
Advertisement
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাটইল গ্রামের মৃত লালমতের ছেলে তসলিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত লহির উদ্দিনের ছেলে আজিজুল হক (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে যাত্রীবাহী (ঢাকা মেট্টো চ -৭৭৩৮) বাসটি নওগাঁর দিকে আসছিল। বাসটি দেলুয়াবাড়ী বাস স্ট্যান্ডে পৌঁছালে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা তসলিম উদ্দিন ও আজিজুল হক মারা যান ও আরও তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Advertisement
ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে গেলে উত্তেজিত জনতা সেটি ভাঙচুর করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আব্বাস আলী/এফএ/আরআইপি
Advertisement