এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিতে ভারতের কেরালা রাজ্যে স্বাভাবিক জীবনযাত্রী বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। ক্রমাগত বর্ষণে পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ।
Advertisement
কেরালার বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানি বাড়তে থাকায় ৮ হাজার ৩৩ টি পরিবারের ৩৪ হাজার ৬৯৩ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের ২৬৫টি ত্রাণশিবিরে দুর্গত মানুষজনকে আশ্রয় দেয়া হয়েছে।
প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছে। আকস্মিক বন্যায় ৩৬টি বাড়ি পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১ হাজার ২১৪টি বাড়ি।
কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে কোট্টায়াম ও আলাপ্পুঝা জেলা এখনও পানির নিচে। সে কারণে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। একাধিক ট্রেনও বাতিল হয়েছে। ১৯ জুলাইয়ের আগে বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। ফলে আরও দুর্ভোগের আশঙ্কা রয়েছে।
Advertisement
টিটিএন/পিআর