প্রবাস

বার্সেলোনায় বাংলার মেলা ১৫ জুলাই

আগামী ১৫ জুলাই স্পেনের বার্সেলোনায় ‘বাংলার মেলা-২০১৮’ অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়াশিয়ন কোলতুরাল ই উমানিতেরিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার (বাংলাদেশ সমিতি) সার্বিক তত্ত্বাবধানে এবং বার্সেলোনার অন্যান্য বাংলাদেশি সংগঠনের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হবে।

Advertisement

বার্সেলোনার প্রাণকেন্দ্র প্লাসা মাকবায় ওইদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ মেলা।

বার্সেলোনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বহুজাতিক সাংস্কৃতিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য ও খাদ্যসামগ্রী পরিবেশনের জন্য স্টল বরাদ্ধ দেয়া হয়েছে।

বার্সেলোনায় বাংলাদেশ কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রোসহ কাতালোনিয়ার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা মেলায় উপস্থিত থাকবেন।

Advertisement

মেলায় গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী পলাশ। এছাড়া লন্ডন থেকে সঙ্গীত ও যন্ত্রশিল্পীসহ স্থানীয় শিল্পীরা মেলামঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

এমএমজেড/জেআইএম