ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০তম থানা হিসেবে হাতিরঝিল থানার যাত্রা শুরু হলো। শনিবার বিকেল সাড়ে ৪টায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Advertisement
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আিইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, র্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম প্রধান মনিরুল ইসলাম, কৃঞ্চপদ রায়, যুগ্ম কমিশনার (ডিবি) শেখ নাজমুল ইসলাম, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, রমনা, রামপুরা, গুলশান এবং বাড্ডা এই ৭ থানার অন্তর্ভুক্ত ছিল হাতিরঝিলের প্রায় ১৬ কিলোমিটারের সড়কটি। সড়কে কোনো দুর্ঘটনা হলেই পরিমাপের ফিতা নিয়ে হাজির হতেন পুলিশ কর্মকর্তারা। দীর্ঘ সময় লাগতো থানার সীমানা শনাক্ত করতে। এসব সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে হাতিরঝিলকে আলাদা থানায় আওতাভুক্তির প্রস্তাব দেন অনেকে। অবশেষে আজ ডিএমপির ৫০তম থানা হিসেবে আত্মপ্রকাশ ঘটলো ‘হাতিরঝিল থানার’।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, রাজধানীর বাংলামোটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরীপাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল-বাডডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলু রোড, মালিবাগ রেলক্রসিং, হাজিপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে থানাটি।
Advertisement
থানাটি পুলিশের তেজগাঁও বিভাগের আওতাভুক্ত থাকবে। বর্তমানে এই বিভাগের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার সরকার।
তিনি জানান, নতুন এ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন আবু মো. ফজলুল করিম, ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন ও ওসি অপারেশনের দায়িত্ব পালন করবেন এস কে খোদা নেওয়াজ।
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
হাতিরঝিল থানায় যোগাযোগের নম্বরঅফিসার ইনচার্জ (হাতিরঝিল থানা) : ০১৭৬৯৬৯৫১০০এসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন) : ০১৭১৩৩৯৮৫৪৫এডিসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন, তেজগাঁও বিভাগ) : ০১৭১৩৩৯৮৫৫৮ডিসি (তেজগাঁও বিভাগ) : ০১৭১৩৩৭৩১৭৫।
Advertisement
জেইউ/বিএ/জেআইএম