ব্রাজিলে ২০১৪ সালে স্কলারির অধীনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল নেইমারের। দুর্দান্ত খেলেছিলেনও তিনি; কিন্তু কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান নেইমার। এবারো সেই কোয়ার্টারে খেলতে নামছেন পিএসজির এই তারকা। চারদিকে প্রশংসার ফুলঝুড়ি নেইমারকে অনেক উঁচুতে তুললেও স্কলারি মনে করেন, নেইমার কখনোই পেলের সমতুল্য হতে পারবে না।
Advertisement
শুক্রবার স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কলারি বলেন, ‘ব্রাজিলে আমরা সবাই জানি, কে নেইমার এবং কে পেলে। একজন খেলোয়াড় হয়তো অনেক ভালো হতে পারে, দর্শনীয় ফুটবলও খেলতে পারে; কিন্তু সে কখনোই পেলের সমান হতে পারবে না। কারণ তার কোন উত্তরাধিকারী নেই। কেউ তার সমতুল্য নয়।’
১৭ বছর বয়সেই পেলে বিশ্বকাপ জিতেছিলেন। ফুটবল অধ্যায়ে তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার পেলে। যার কাছাকাছিও যেতে পারেননি কেউ। নেইমারের বয়স মাত্র ২৬। ইতোমধ্যে, তার কপালে বিশ্বকাপের অনেক খারাপ অভিজ্ঞতাও জুটে গেছে।
৬৯ বয়সী স্কলারি ২০১৪ বিশ্বকাপের আগেই নেইমারকে দিক নির্দেশনা দিয়েছিলেন বার্সায় যাওয়ার ব্যাপারে। রোনালদো এবং মেসির সমপর্যায়ের কি না নেইমার, এমন প্রশ্নের জবাবে ২০০২ বিশ্বকাপজয়ী এই কোচ বলেন, ‘বার্সেলোনায় সে তাদের ধারা অনুযায়ী খেলা শুরু করেছিল এবং সে তাদের সেই উচ্চতাতেও চলে গেছিল; কিন্তু আজকের দিনের পর আগামীকাল কেমন দিন আসবে সেটা কেউ জানে না। নেইমার সঠিক পথেই রয়েছে। কিন্তু তার সময় দরকার। হয়তো এক-দু বছর পর সে তাদের সমপর্যায়ে পৌঁছাতে পারবে।’
Advertisement
আরআর/আইএইচএস/পিআর