খেলাধুলা

‘ফুটবলের কুৎসিততম দল কলম্বিয়া’

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে মাঠের খেলার পাশাপাশি দৈহিক শক্তিরও বেশ ভাল প্রদর্শন করেছিল কলম্বিয়া। ইংল্যান্ডের বিপক্ষে তারা ম্যাচটি টাইব্রেকারে হেরে যাওয়ার পর প্রশ্ন তুলেছিল রেফারিং নিয়েও। এমন অখেলোয়াড়সুলভ আচরণের কারণে কলম্বিয়াকে ফুটবলের কুৎসিততম দল হিসেবে আখ্যা দিয়েছেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস।

Advertisement

ম্যাচের দুই দিন পর প্রথমবারের মত সেই ম্যাচের ব্যাপারে মুখ খুলেন স্টোনস। তিনি বলেন, ‘আমি যাদের পক্ষে বা বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে সবচেয়ে কুৎসিত ফুটবল দল হচ্ছে কলম্বিয়া। ম্যাচে তারা পেশীশক্তির ব্যবহার ছাড়াও এমন সব কথা বলেছে যা আপনি কখনো ফুটবল মাঠে আশা করবেন না।’

কলম্বিয়ানদের এমন আচরণের পরেও পুরো ১২০ মিনিট দাঁতে দাঁত চেপে লড়েছে ইংল্যান্ড। কলম্বিয়ানদের প্রবল আক্রমণের মুখে এমনটা করা মোটেও সহজ ছিল না বলে জানান স্টোনস। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে যেমনটা পরিকল্পনা করা হয়েছিল তাই করেছি। তারা যাই করুক, আমরা মাথা ঠাণ্ডা রেখেছি। নতুবা তাদের পরিকল্পনায় ঢুকে গেলে ম্যাচ জেতা যেত না।’

শনিবার শেষ আটের ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে মাঠে নামার আগে এটিকে নিজেদের কর্মফল হিসেবেই দেখছেন ইংলিশ ডিফেন্ডার। তিনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা থেকে সরিনি। একই ধারায় খেলে গিয়েছি। পরিস্থিতি মোটেও সহজ ছিল না, তবে আমরা মানিয়ে নিয়েছি। এখন দেখুন তারা বাড়ি ফেরার বিমানে আর শেষ আটের ম্যাচে।’

Advertisement

এসএএস/এমএস