২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবস আগামী ৩০ জুন, শনিবার। এই সাপ্তাহিক সরকারি ছুটির দিনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। রাজস্ব আহরণের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার এনবিআর থেকে এ তথ্য জানানো হয়।
Advertisement
উল্লেখ্য, সরকারি কোষাগারে আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক হতে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।
এমএ/জেডএ/আরআইপি
Advertisement