তিন দিনের সফরে আগামী ৩০ জুন বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা। বাংলাদেশে অবস্থানকালে তিনি কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
Advertisement
বৃহস্পতিবার আইসিআরসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, এর আগে আইসিআরসি প্রেসিডেন্ট ২৫ জুন মিয়ানমার সফরে যাবেন। মিয়ানমার সফর শেষে ৩০ জুন তিনি বাংলাদেশে আসবেন।
দুই দেশ সফরকালে তিনি রোহিঙ্গা সঙ্কট নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
Advertisement
অন্যদিকে মিয়ানমার সফরকালে তিনি দেশটির রাখাইন রাজ্য পরিদর্শন করবেন এবং স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এমএমজেড/এমএস