সাম্বার দেশ ব্রাজিলেই জন্ম, বেড়েওঠাও ব্রাজিলেই; এমনকি নিজ জন্মভূমির হয়ে ২টি ম্যাচও খেলেছেন ডিয়েগো কস্তা। ২০১৩ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলেও ২০১৪ সাল থেকে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবু মনের গহীন কোণে জন্মভূমির বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্ন দেখেন কস্তা।
Advertisement
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের সাথে ৩-৩ গোলে ড্র করেছে কস্তার স্পেন। নিজ দলের হয়ে একাই ২ গোল করেছেন কস্তা। বুধবার ইরানের বিপক্ষে খেলতে নামবে তারা। এই ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় চলে আসে ব্রাজিল প্রসঙ্গও।
স্থানীয় এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কস্তা বলেন, ‘আমি ব্রাজিলের খেলা দেখতে পছন্দ করি। ব্রাজিল দলে উইলিয়ান, ফিলিপ লুইস, মিরান্ডার মতো অনেক বন্ধু রয়েছে। আমি চাইনা তারা খারাপ খেলুক।’
তিনি আরও যোগ করেন, ‘লাগার্তোয় (ব্রাজিলে কস্তার জন্মস্থান) আমার পরিবার কিংবা বন্ধুরা সবাই ব্রাজিল সমর্থন করছে। একটা ব্রাজিল-স্পেন ফাইনাল স্বপ্নিল হবে। যদি সেটি এবারই হয়ে যেত, আমার ইচ্ছা এমন একটা ফাইনাল যদি আমি খেলতে পারতাম।’
Advertisement
পর্তুগালের বিপক্ষে নিজের দুই গোল সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে ভালোভাবে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল, গোল করায় আরও ভাল হয়েছে। একজন স্ট্রাইকারের কাজই গোল করা। আমি খুবই খুশি যে আমি দুইবার গোল করতে পেরেছি। তবে এখনো লম্বা সময় পাড়ি দিতে হবে এবং আমাদের উন্নতির ধারা বজায় রাখতে হবে।’
এসএএস/পিআর