দেশজুড়ে

মনু নদের বাঁধ ভাঙন, মৌলভীবাজার পৌর এলাকার কিছু অংশ প্লাবিত

গত তিন দিন ধরে মৌলভীবাজারের সাইফুর রহমান সড়কের শহর প্রতিরক্ষা বাঁধ নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠার মাঝে সময় কাটাচ্ছিল শহরবাসী। হু হু করে বাড়তে থাকে মনু নদের পানি। সাম্প্রতিককালের সব রেকর্ড ভেঙে মনু নদের পানি বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। শহরের বিভিন্ন অংশ দিয়ে উপছে পানি ঢুকছে শহরে। সেনাবাহিনী বালুর বস্তা ফেলে আপ্রাণ চেষ্টা করছে শহর রক্ষায়।

Advertisement

এরই মধ্যে শনিবার রাত ৯টার পর পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি ২ সেন্টিমিটার কমেছে।

আর এতেই স্বস্তি আসে মৌলভীবাজার শহরবাসীর মনে। কিন্তু যখন পানি কমা শুরুর স্বস্তি নিয়ে মানুষ ঘুমে তখন গভীর রাতে পৌর এলাকার বারইকোনায় মনু নদের বাঁধে ফাটল বড় হয়ে ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা দিয়ে রক্ষা করতে চাইলেও পানির স্রোতের কারণে বাঁধের কাছে যাওয়া সম্ভব হয়নি। প্লাবিত হয়েছে পৌর এলাকার বড়হাট দ্বারকসহ বারইকোনা, সিরামপুর, কোচার মহল, ঘরোয়া, হিলালপুর, যুগিডর। শাহবন্দর থেকে কুসুমবাগ পেট্রল পাম্প পর্যন্ত বেশিরভাগ যায়গা পানির নিচে তলিয়ে গেছে। বাসা বাড়িতে পানি ঢুকেছে, উঁচু স্থানে আশ্রয় নিয়েছে মানুষজন। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী জাগো নিউজকে জানান, শহরের কিছু জায়গায় পানি ঢুকলেও মূল শহরে পানি ঢুকবে না। পানি হাইল হাওরে চলে যাবে। শহরে পানি ঢুকলেও তা খুব সামান্য পরিমাণে ঢুকবে যা বিভিন্ন ড্রেন দিয়ে বের হয়ে যাবে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Advertisement

রিপন দে/আরএআর/জেআইএম