পদ্মা নদীতে স্পিডবোট ডুবে শরীয়তপুর পৌরসভার মেয়রসহ ছয়জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নদীর মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন পাইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
Advertisement
আহতের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল ও তার শ্যালক রাসেল।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করা মঙ্গল মাঝির ঘাট এলাকার চুন্নু মাদবর জানান, সকালে শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়ালসহ ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট মাওয়া থেকে মঙ্গল মাঝির ঘাটে উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় মঙ্গল মাঝির ঘাট সংলগ্ন পাইন পাড়া এলাকায় স্পিডবোটটি মোড় নিলে ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে স্থানীয়রা ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রীদের উদ্ধার করে।
Advertisement
শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-২ হোসেন মোহাম্মদ আলমগীর মৃধা বলেন, মেয়র আজ সকালে ঢাকা থেকে শরীয়তপুর উদ্দেশ্যে রওনা দেয়। শুনেছি পদ্মা নদীতে স্পিডবোটটি দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। মেয়রের দ্রুত সুস্থতা কামনা করিছি।
মো. ছগির হোসেন/আরএ/জেআইএম