রাজনীতি

এমপি-মন্ত্রীরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত : মোশাররফ

এমপি-মন্ত্রীরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এমন দাবি করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ক্ষমতাসীন দলের লোকেরা মাদক ব্যবসা করে। তাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।’

Advertisement

তিনি বলেন, ‘মাদকের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে। মাদকের গডফাদারদের আড়াল করতেই সাধারণ মানুষের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে।'

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে ‘বাংলাদেশ জাতীয় দল’ এ সমাবেশের আয়োজন করে।

Advertisement

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপেদষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আদালতের হাতে নয়, সরকারের হাতেই বেগম খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে। যতই জামিন নেয়া হোক না কেন সরকার না চাইলে তার মুক্তি হবে না।'

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গায়ের জোরে আরেকটি বাকশালী সরকার প্রতিষ্ঠা করতে চায়। গাজীপুর নির্বাচনে ভোটে কারচুপি করতেই সংসদ সদস্যরা যাতে জনসংযোগ করতে পারে সেজন্য নতুন আইন তৈরি করা করেছে।' তিনি বলেন, 'স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হলে জনগণকে নিয়ে রাস্তায় নামতে হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।'

কেএইচ/এমআরএম/আরআইপি

Advertisement