আন্তর্জাতিক

ইরানের ৯ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের সামরিক বাহিনী রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয় ব্যক্তি এবং তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

Advertisement

মার্কিন রাজস্ব সচিব স্টিভেন মুচিন বলেন, যারা ওই গ্রুপকে লাখ লাখ ডলার সহায়তা দিয়েছে তাদের বিরুদ্ধেই এই শাস্তি আরোপ করা হয়েছে।

আইআরজিসিকে একটি বৃহৎ মুদ্রা বিনিময় নেটওয়ার্কের মাধ্যমে মার্কিন ডলার পেতে সাহায্য করছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হয়েছে তারা সবাই ইরানের নাগরিক।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ইরানের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ব্যবসা করতে পারবে না।

Advertisement

মাত্র দু’দিন আগেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাকে বড় ধরনের ভুল বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

টিটিএন/এমএস