খেলাধুলা

বোলিংয়ের অনুমতি পেলেন পাকিস্তানের হাফিজ

আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পেলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement

আইসিসির বিবৃতিতে জানানো হয়, ‘হাফিজের বোলিং অ্যাকশন পুনঃপরীক্ষায় দেখা গেছে তা বৈধ। তাই এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এই অফ স্পিনার বোলিং করতে পারবেন।’

গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর চলতি বছরের ১৭ এপ্রিল লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিংয়ের পরীক্ষা দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। পরীক্ষা শেষে আইসিসি তাকে বোলিং করার অনুমতি দিয়েছে।

এর আগেও তিনবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। প্রথমবার নিষিদ্ধ হন ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। তখন নিয়ম ভিন্ন থাকায় দ্রুতই ফিরে যান ক্রিকেটে। তবে ২০১৪ সালে নতুন নিয়মে আবার রিপোর্টেড হন দুবার। নিয়ম অনুযায়ী ১২ মাস নিষিদ্ধ থাকেন বোলিংয়ে।

Advertisement

এমআর/পিআর