বিশ্বকাপ শুরুর ঠিক ৬৩ দিন আগে আয়োজক রাশিয়া জাতীয় দল ফিফা র্যাংকিংয়ে নেমে গেল তাদের সর্বনিম্ন অবস্থানে। বৃহস্পতিবার ঘোষিত ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ নেমে রাশিয়ার অবস্থান ৬৬। ফিফা র্যাংকিং প্রবর্তনের পর এটি রাশিয়ার সর্বনিম্ন অবস্থান।
Advertisement
১৯৯২ সালের ডিসেম্বরে ফিফা র্যাংকিং চালু করে। এরপর থেকে রাশিয়ার গড় অবস্থান ২২। গত মাসে ঘোষিত র্যাংকিংয়ে রাশিয়া ছিল ৬৩ নম্বরে। ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নিজেদের দল কাপ জিততে পারবে- রাশিয়ায় এমন বাজি ধরার মানুষ মাত্র ৫ শতাংশ। সম্প্রতি করা একটি জরিপে এ চিত্র ফুটে উঠেছে। তারপর এ মাসের র্যাংকিং রাশিয়ার জন্য বয়ে আনলো আরো দুঃসংবাদ।
সর্বশেষ ঘোষিত র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ব্রাজিলও ধরে রেখেছে দ্বিতীয় স্থান। তবে পর্তুগালকে চারে নামিয়ে তিনে উঠেছে বেলজিয়াম। আর্জেন্টিনা একধাপ নেমে পঞ্চম স্থানে।
র্যাংকিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। ১৯৭ নম্বর অবস্থানেই আছে লাল-সবুজ জার্সিধারীরা।
Advertisement
আরআই/আইএইচএস/বিএ