অবশেষে ২০ বছর পর মামলার রায় হলো। সেই রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সাজা হিসেবে তাকে ভারতের রাজস্থানের যোধপুর আদালত ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। ১৯৯৮ সালে রাজস্থানে শুটিং করতে গিয়ে দুটি কৃষ্ণসার প্রজাতির হরিণ শিকার মামলায় এই শাস্তি পেলেন সালমান।
Advertisement
জানা গেছে, কারাদণ্ড হলেও আপিল করার সুযোগ পাবেন সালমান খান। তবে কারাগারে নেয়া হলে আপাতত এই তারকার ঠিকানা হবে রাজস্থান সেন্ট্রাল জেলে। সেখানেই নিয়ে যাওয়া হবে তাকে।
১৯৯৮ সালে রাজস্থানের বিলুপ্ত প্রায় প্রাণি কৃষ্ণ হরিণ হত্যার ঘটনায় মামলা হয় এই বলিউড তারকার নামে। তার সঙ্গে আরও আসামি ছিলেন বলিউড তারকা সাইফ আলী খান, সোনালি বান্দ্রে, নিলম ও টাবু। তাদেরকে খালাস দিয়েছে আদালত।
বন্যপ্রাণি সংরক্ষণ আইনের ৫১ ধারা অনুযায়ী সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ৫১ ধারার অধীনে সর্বোচ্চ সাজা ৬ বছর হওয়ার সুযোগ ছিলো। কিন্তু আদালত কিছুটা নমনীয় হয়ে তার বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।
Advertisement
এলএ/আরআইপি