খেলাধুলা

হায়দরাবাদের হয়ে সমর্থন চাইলেন সাকিব

কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নিজের বসত-বাড়ি বানিয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান। সেখানে সাতটি মৌসুম কাটানোর পর এবার নতুন ঠিকানা সানরাইজার্স হায়দরাবাদে বাংলাদেশি অলরাউন্ডার। নতুন দলে যোগ দিয়ে কমলা জার্সিধারীদের জন্য সবার সমর্থন চাইলেন সাকিব।

Advertisement

৭ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের এগারতম আসর। তবে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ৯ এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে চলছে অনুশীলন। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করেছেন সাকিবও।

বাংলাদেশি অলরাউন্ডারকে দলে পেয়ে হায়দরাবাদ ভীষণ খুশি। তারা আনন্দ প্রকাশ করে লিখেছে, ‘অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিয়েছেন দলে। তার প্রথম ম্যাচ দেখতে অধীর অপেক্ষায়।’ পরে সাকিবকে নিয়ে আরেকটি পোস্ট দেয় হায়দরাবাদ। যেখানে লেখা ছিল, ‘২০১৮ আইপিএলে আমাদের তারকা সাকিব ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে তৈরি। আপনি তৈরি তো?’

শুধু হায়দরাবাদ নয়। সাকিব নিজেও এক ভিডিও বার্তায় দলের জন্য সবার সমর্থন চেয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের এমন একটা দল যেটা সব বাধা পেরিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। অবশ্যই এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। তবে সবাইকে ফিট থাকতে হবে এবং সেরা ছন্দে থেকে এগিয়ে যেতে হবে। যেভাবে সমর্থন দিচ্ছেন, সেভাবেই দিয়ে যান। আশা করছি, আপনাদের জন্য আমরা গৌরব বয়ে আনতে পারব।’

Advertisement

এমএমআর/এমএস