রাজনীতি

গাইলেন রওশন, গলা মেলালেন শীর্ষ নেতারা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা তিনি। এরশাদের শাসনামলে ‘ফাস্ট লেডি’ হিসেবে রুচিশীল পোশাক আর দৃষ্টিনন্দন সাজ-সজ্জায় নিয়মিত বাংলাদেশ টেলিভিশনে দেখা যেত তাকে। সেই রওশন এরশাদ এবার গান গাইলেন। আর তা সঙ্গে গলা মেলালেন দলের শীর্ষ নেতারা।

Advertisement

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে গান গাইলেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান। এসময় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মঞ্চে বসেই তার দিকে চেয়ে মিটিমিটি হাসেন। উৎসাহ দেন দলের সিনিয়র নেতারা।

সমাবেশে বক্তব্য দেয়ার এক পর্যায়ে রওশন এরশাদ আসন্ন সংসদ নির্বাচনে নিজেরাই সরকার গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে রণসংগীত ‘চল চল চল’ আবৃতি করে শোনান। তার পরেই বক্তব্য দিবেন হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি মাইক্রোফোনের দিকে এগিয়ে আসছেন। এ ফাঁকে গান ধরেন রওশন এরশাদ- ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’

শুধু তাই নয়, এসময় মঞ্চে থাকা সবাইকে তার সঙ্গে গাওয়ার জন্য ইশারা করেন তিনি। ইশারা পেয়ে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, এমপি সালমা ইসলামসহ সিনিয়র নেতারও তার সঙ্গে গলা মেলান। এসময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা মুহুর্মুহু করতালি দেন।

Advertisement

পরে বক্তব্য শুরু করেন এরশাদ।

এইচএস/এমবিআর/এমএস