আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০২০ নির্বাচন। নয় সদস্যের নির্বাহী কমিটির জন্য এবার ৪০টি মনোনয়নপত্র জমা পড়লেও শেষ পর্যন্ত ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
Advertisement
৩টি প্যানেলে ২৬ জন এবং ৫ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
টিম হরাইজন
গত ১০ মার্চ ‘টিম হরাইজন’ নামে প্যানেল ঘোষণা করেছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর। এই প্যানেলে আছেন ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান, বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান, জানালা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, ক্রসওয়েজ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম তানভীর আহমেদ, শুটিং স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির এবং সফট পার্কের প্রধান নির্বাহী দেলোয়ার হোসেন ফারুক।
Advertisement
টিম দুর্জয়
১৫ মার্চ টিম দুর্জয় নামে প্যানেল ঘোষণা করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম। এই প্যানেলে আছেন এটম এপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম, এলিয়ন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ, সলিউশন নাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সহিবুর রহমান খান, স্টার হোস্টের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম, স্পিন্ট অব স্টুডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান, চালডালের প্রধান পরিচালনা কর্মকর্তা জিয়া আশরাফ, রেইজ আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এ এম রাশেদুল মজিদ এবং জামান আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামান খান।
উইন্ড অব চেঞ্জ
‘উইন্ড অব চেঞ্জ’ নামে শিরোনামে প্যানেল ঘোষণা করেছেন দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। এই প্যানেলে আছেন ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমদ ফখরুল হাসান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রেজওয়ানা খান, ইনোভেশন ইনফরমেশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সানোয়ারুল ইসলাম, রাইট ব্রেইন সল্যুশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর মাহমুদ খান এবং এ আর কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আসিফ রহমান।
Advertisement
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাসরুর, এসটিএম ভিশন ইনফোটেক-এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক, এইটপিয়ার্স সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজালাল, ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জামাল উদ্দিন ও ম্যাক্স আইটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।
নির্বাচনে অংশ নিতে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ মার্চে মোট ৯টি মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। এর মধ্যে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৭ জন এবং অ্যাসোসিয়েটে ২ জন।
এএ/আরআইপি