নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম চর উড়িরচর ও চট্টগ্রামের সন্দ্বীপ এলাকার জলদস্যু ইব্রাহিম মাঝি (৪৫) রাব-৭ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
Advertisement
নিহত ইব্রাহিম মাঝি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু।
উড়িরচর ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক মো. ইউসুফ জানান, কুখ্যাত জলদস্যু ইব্রাহিম মাঝিকে গ্রেফতার করে চট্টগ্রামের রাব-৭। পরে তাকে নিয়ে উড়িরচরের এলাহীরচর আমজাদে অস্ত্র উদ্ধারে গেলে শুক্রবার ভোরে গুলিবিনিময় হয়। এতে ইব্রাহিম মাঝি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাব-৭ এর মিডিয়া অফিসার এক ক্ষুদেবার্তায় ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত ইব্রাহিম মাঝির বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন থানায় খুন, ডাকাতি, দস্যুতা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ৯টির অধিক মামলা রয়েছে।
Advertisement
মিজানুর রহমান/এফএ/এমএস