নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের ২৪ জন যাত্রী রয়েছেন কাঠমান্ডু মেডিকেল কলেজে। এদের মধ্যে ৮ জন মারা গেছেন এবং বাকি ১৬ জন বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কাঠমান্ডু মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
Advertisement
মেডিকেলের তালিকা হতে জানা গেছে নিহত আট জনের মধ্যে আছেন- হরি শঙ্কর পুডল (৩৫), রাকিবুল হাসান, পিথিলা রশীদ (পাইলট), পারভীন চিত্রকার (৩৮), সাজনা দেবকতা (৩০), খাজা হোসাইন (ক্রেবিন ক্রু) এবং বাকি দুই জনের নাম জানা যায়নি।
আইসিইউতে আছেন- ইমরান কবীর, প্রিন্সি ধামী ও সামিয়া বানজানকার।
এসএইচসিইউতে আছেন- কবীর হোসেন ও রশিদ হোসেন ।
Advertisement
সার্জারি বিভাগে ভর্তি আছেন- মেহেদী হাসান, রিজানা আব্দুল্লাহ ও ডা. আরজান।
অন্য ওয়ার্ডে আছেন- ধীরেন্দ সিং পুজানা।
উন্নত পর্যবেক্ষণে আছেন- শাওরানা।
প্ল্যাস্টিক সার্জারি ওয়ার্ডে আছেন- শেহেরীন আহম্মেদ।
Advertisement
নিউরো সার্জারিতে আছেন- মো. শাহীন।
রেফার্ড করা হয়েছে- কিশোর ত্রিপতি, হরি প্রসাদ সুবীদ, দয়ারাম তারমাকার ও কিশব পান্ডে।
জেএ/এসএইচএস/এমএস