খেলাধুলা

এখনও নিজেদের নিরাপদ ভাবছে না বার্সা!

হিসেবে এখনও লা লিগায় ১১ ম্যাচ বাকি বার্সেলোনার। একইভাবে ১১টি করে ম্যাচ বাকি অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদেরও। যদিও, এই মুহূর্তে পয়েন্ট টেবিলে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বলতে গেলে যোজন যোজন এগিয়ে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এগিয়ে ৮ এবং রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ১৫ পয়েন্ট। রোববার রাতে অ্যাটলেটিকোকে হারানোর পর অনেকেই বার্সেলোনাকেই লা লিগার নিশ্চিত চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে দিচ্ছে।

Advertisement

অন্যরা যখন বার্সাকে নিয়ে এমন ভাবনায় ব্যস্ত, তখন খোদ বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে ভাবছেন ভিন্ন কথা। তার চিন্তা, এখনও ১১ ম্যাচ বাকি। সুতরাং, এখনই রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। পথ এখনও অনেক দুর বাকি। সুতরাং, শিরোপার চিন্তা এখনই করা যাবে না। তিনি সরাসরিই বলে দিয়েছেন, ‘বার্সেলোনা এখনও লা লিগা জেতেনি। শুধু অ্যাটলেটিকোর বিপক্ষেই জিতেছে।’

লিওনেল মেসির অসাধারণ এক ফ্রি-কিকে অ্যাটলেটিকোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ক্যারিয়ারে ৬০০তম গোলের দেখা পেলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

আর্নেস্তো ভালভার্দের শঙ্কিত হওয়ার অনেক কারণ রয়েছে। সর্বশেষ ৫ লা লিগার ম্যাচের মধ্যে তিনটিই ড্র করে বসে আছে বার্স। তিন ম্যাচে অন্তত ৬ পয়েন্ট হারিয়েছে তারা। যে কারণে, অ্যাটলেটিকোর সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান নেমে এসেছিল ৫ পয়েণ্টে। অ্যাটলেটিকোর সামনে সুযোগ ছিল, এই ব্যবধানটা আরও কমানোর; কিন্তু লিওনেল মেসি যদি জ্বলে ওঠেন, তাহলে আর কারও করার কিছু থাকে না। তারওপর, গোল করার ক্ষেত্রে মেসির প্রিয় যখন অ্যাটলেটিকো মাদ্রিদ।

Advertisement

এই ক্লাটটির বিপক্ষে এখনও পর্যন্ত ২৮ গোল করেছেন মেসি। ১টি মাত্র বেশি গোল করেছেন সেভিয়ার বিপক্ষে। শুধু তাই নয়, ফ্রি কিক থেকে গোল করতে মেসি কতটা দক্ষ, তা টানা তৃতীয়বারেরমত প্রমাণ করলেন তিনি।

ম্যাচ নিয়ে বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন, ‘আমি খুবই গর্বিত এবং সবাইকে নিয়ে সুখি। কারণ, দারুণভাবে আমরা আবারও প্রতিদ্বন্দ্বীতায় ফিরে এসেছি। এ ধরনের ম্যাচগুলোতে দল সব সময়ই ইতিবাচক থাকে। এমনকি নিশ্চিত জয়ের সম্ভাবনা নিয়েই মাঠে নামে এবং সেটা ছিনিয়ে নেয়। এই ম্যাচটিও ছিল সে ধরনের।’

ভালভার্দে মানছেন, শিরোপা জয়ের লক্ষ্যে এই ম্যাচটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘যদি বলেন শিরোপা দৌড়, তাহলে এই ম্যাচটি ছিল সে অর্থে অনেক গুরুত্বপূর্ণ। ৮ পয়েন্ট এগিয়ে থাকার অর্থ কিন্তু ২ পয়েন্ট এগিয়ে থাকার সমান নয়। তবে এই ম্যাচ অবশ্যই শিরোপা নির্ধারক নয়। তবে এটা ছিল এগিয়ে যাওয়ার। এখন দেখতে হবে, ভবিষ্যৎ কী ধরে রেখেছে।’

আইএইচএস/জেআইএম

Advertisement