বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় এবং দক্ষ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ছে। নেট মিটারিং পদ্ধতি প্রায় চূড়ান্ত পর্যায়। এটি কার্যকর হলে সোলার রুপটপ বা সৌরবিদ্যুৎ আরও জনপ্রিয় হবে।
Advertisement
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘প্যারাগন পোল্ট্রি লিমিটেডের ছাদে গাজীপুরস্থ প্রকল্পে ৭২৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর শক্তি প্যানেল স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সোলার রুপটপ হতে বিদ্যুৎ পেলে বিল কম হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্যারাগনের মতো অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকে ছাদ ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, সোলার রুপটপ হতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
‘প্যারাগন পোল্ট্রি লিমিটেডের সোলার রুপটপ করতে মোট ৫৮ মিলিয়ন টাকা লাগবে, যার ৮০ ভাগ ইডকল ৬ ভাগ সুদে প্রদান করছে।
Advertisement
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, ইডকল-এর নির্বাহী প্রধান মো. মাহমুদ মালিক, ‘প্যারাগন পোলট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও জার্মানীর উন্নয়ন সংস্থা কে এফ ডাব্লিউ এর আঞ্চলিক পরিচালক রেজিনা মারিয়া।
এমএ/জেএইচ/আরআইপি