রাজনীতি

পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের ধস্তাধস্তি

ডিএমপি কমিশনারের নির্দেশনার পর থেকে আদালতে মামলা সংশ্লিষ্ট ছাড়া বিএনপিপন্থী কোনো আইনজীবীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

Advertisement

এতে ক্ষোভ প্রকাশ করছে তারা। এক পর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা জোর করে আদালতে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। ১০ মিনিট ধস্তাধস্তির পর বিএনপিপন্থীরা পিছু হটে।

এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কাউকে আদালতে প্রবেশ করতে না দেয়ার নির্দেশ দিয়েছেন। বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোহাম্মাদ ইব্রাহিম খানকে এ নির্দেশনা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, মামলার সংশ্লিষ্ট উকিল ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না।

Advertisement

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, একটি রায়কে কেন্দ্র করে জনমনে কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই- আতঙ্কগ্রস্ত হবার কোনো কারণ নেই। বাংলাদেশ পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠরভাবে দমন করা হবে।

পরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে, সাংবাদিকদের দায়িত্ব সাংবাদিকরা, আইনজীবীদের দায়িত্ব আইনজীবীরা পালন করবে, এটা সবার মৌলিক অধিকার। সুপ্রিমকোর্টের আইনজীবীদের কেন বাধা দিচ্ছে পুলিশ। এটা কোন গোপন ট্রায়াল না, এটা ওপেন ট্রায়াল।

এআর/এমএম/এএস/এমবিআর/আরআইপি

Advertisement