ঢাকাসহ সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বভাসে এসব তথ্য জানানো হয়েছে।
Advertisement
পূর্বাভাসে আরও বলা হয়, ৪৮ ঘণ্টায় (২ দিন) আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হলেও আগামী ৫ দিন তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শৈত্যপ্রবাহ ছাড়াও দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ২৬.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায় ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ (রোববার) সূর্যোদয় হবে ৬টা ৪৩ মিনিটে ও সূর্যাস্ত ৫টা ২৬ মিনিটে।
Advertisement
আরএস/এমএস