জাতীয়

মঞ্চে ওঠা নিয়ে অনশনে হট্টগোল

প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

Advertisement

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মিনারের মূল বেদিতে ঘোষণা মঞ্চে অবস্থান নেয়া নিয়ে শিক্ষকদের দুই সংগঠনের কর্মীরা এ বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

ঘোষণা মঞ্চে অবস্থান ও সহকারী শিক্ষক সমাজের নেত্রী নাসরিন সুলতানাকে কটূক্তি করা নিয়ে আরেকটি সংগঠনের শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষই মঞ্চে ওঠে ধাক্কা-ধাক্কি করেন। এ সময় সাংবাদিকরা ছবি নিতে গেলে তাদের বাধা দেয়া হয়।

অনশন স্থলে থাকা শিক্ষকরা বসা অবস্থা থেকে দাঁড়িয়ে যান। পুরো শহীদ মিনার প্রাঙ্গণে হট্টগোলের সৃষ্টি হয়। পরে মূল বেদি থেকে সবাইকে নামিয়ে দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়।

Advertisement

প্রধান শিক্ষকদের সঙ্গে বেতন বৈষম্য নিরসনের দাবি সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে শনিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে আসছেন শিক্ষকরা। রোববার দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি চলছে।

মহাজোটের আওতায় ১০টি সংগঠনের হাজারো শিক্ষক সারাদেশ থেকে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আরএমএম/এনএফ/আইআই

Advertisement