জাতীয়

পরিচ্ছন্ন নগরী গড়তে ইমামদের সহযোগিতা চাইলেন সাঈদ খোকন

পরিচ্ছন্ন নগরী গড়তে ইমাম, ওলামাদেরও সহযোগিতা চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, আপনারা মসজিদে বয়ান দেয়ার সময় পরিচ্ছন্ন নগরী গড়তে মুসল্লিদের উদ্দেশে কথা বলবেন। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা পরিচ্ছন্ন নগরী গড়তে পারব।

Advertisement

সোমবার অফিসার্স ক্লাবে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ডিএসসিসি'র আওতাভুক্ত মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন।

এ সময় কয়েকটি মসজিদের ইমাম মসজিদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহ্বান জানালে মেয়র বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠান ট্যাক্সের আওতার বাইরে।

সাঈদ খোকন বলেন, আমাদের দুই বছরের প্রচেষ্টায় নগরীর উন্নতির চেষ্টা করেছি। আগে যেখানে ১০ শতাংশ স্ট্রিট লাইট জ্বলতো না, সেখানে এখন ডিএসসিসি'র প্রতিটি অলিগলিতে এলইডি বাতির আলো ঝলমল করছে। আমরা সার্বিকভাবে কাজ করছি করার চেষ্টা করছি, সবার সহযোগিতায় আমরা পরিচ্ছন্ন নগরী গড়তে পারব।

Advertisement

মতবিনিময় সভায় ডিএসসিসি'র ৯৫০টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।

এএস/জেএইচ/আরআইপি