ধর্ম

কুরআনের সবচেয়ে দামি প্রাচীন পাণ্ডুলিপি কাতারে সংরক্ষিত

পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে দামি পাণ্ডুলিপিটি কাতারের হেরিটেজ ও ওয়ার্ল্ড আর্ট ইনসটিটিউটে সংরক্ষিত রয়েছে। পাণ্ডুলিপিটির মূল্য ৩০ (ত্রিশ) লাখ কাতারি রিয়াল। এটি ৪০০ বছর আগে প্রথম রাজা সালিমকে উপহার দেয়া হয়েছিল।

Advertisement

গত ২৯ নভেম্বর থেকে কাতারে আন্তর্জাতিক গ্রন্থমেলা প্রদর্শনী শুরু হয়েছে। এটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এ উপলেক্ষ্যে বিশ্বের বহু প্রাচীন গ্রন্থ প্রদর্শন করা হয়েছে এ মেলায়।

‘হেরিটেজ এবং ওয়াল্ড আর্ট’ ইনসটিটিউটের প্রতিষ্ঠাতা মুসলেম সাকা আমিনী বলেন, ‘পবিত্র কুরআনের এ প্রাচীন দামি পাণ্ডুলিপিটি বর্তমানে হেরিজেট এবং ওয়াল্ড আর্ট ইনসটিটিউটে সংরক্ষিত আছে।

তাছাড়া এ ইনসটিটিউটে ৭০০ বছরের পুরনো চামড়ায় লিখিত বাইবেলের প্রাচীন একটি পাণ্ডুলিপি এবং কিছু ছবি সংরক্ষিত আছে।

Advertisement

বিশ্বের ২৯টি দেশের ৩৫৫টি পাবলিকেশন্স কাতারের আন্তর্জাতিক এ গ্রন্থ মেলায় অংশগ্রহণ করেছে।

এমএমএস/আইআই