জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেছেন, খুলনার মাহবুব হত্যা নিশ্চিত করতে তার রগ কাটা হয়েছে। আমরা জানি কারা এই রগ কাটার সংস্কৃতিতে বিশ্বাসী। তারা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বিলম্বিত করতে চায়। আমরা ধৈর্য ধরে আছি কিন্তু মাঠে নামলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
Advertisement
সোমবার (১৪ জুলাই) জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘রাজনৈতিক মোকাবিলা করতে চাইলে সামনা আসেন, সাধারণ ছাত্রের নামে কেন আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা ও অপপ্রচার চালানো হচ্ছে দেশের জনগণ তা সহ্য করবে না। এরপরও যদি আপনারা এসব কুরুচিপূর্ণ কথা ও অবমাননা চালিয়ে যান আমরা এর দাঁত ভাঙা জবাব দেবো।’ তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন অথচ তাকেই আপনারা অপমান করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বক্তব্য রাখেন।
Advertisement
ইরফান উল্লাহ/এএইচ/এমএস