সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
Advertisement
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে করে।
সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান নিশান, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদস্যসচিব আসলাম পারভেজ বিদ্যুৎ ও নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাজু পারভেজ, সদস্যসচিব পায়েলুজ্জামান রক্সি প্রমুখ বক্তব্য রাখেন।
আমিরুল হক/আরএইচ/এমএস
Advertisement