ইউএস-বাংলা এয়ারলাইন্স চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনা করছে। ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা এবং রিটার্ন ভাড়া ১১ হাজার ৫০০ টাকা। চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট ৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালনা করছে ইউএস-বাংলা।
Advertisement
শনিবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে কলকাতায় অবতরণ করে। আবার কলকাতা থেকে শনিবার ব্যতীত সপ্তাহে প্রতিদিন স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে এবং দুপুর ১টা ৫০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।
উল্লেখ্য, প্রতিদিন ঢাকা-কলকাতা রুটেও ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চট্টগ্রাম থেকে কলকাতা ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে।
আরএম/এমআরএম/জেআইএম
Advertisement