কোনো কোনো রাজনৈতিক দল প্রধান বিচারপতির ছুটি নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিলের পায়তারা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লীগ।
Advertisement
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার। তার অধীনেই একাদশ সংসদ নির্বাচন দিতে হবে। তা না হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ আজীবন রাজপথে অবস্থান করবে।
Advertisement
তারা অভিযোগ করেন, প্রধান বিচারপতির ছুটিকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল ফায়দা লুটার পায়তারা করছে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আব্দুর রহিম বলেন, একজন মানুষ অসুস্থ হতেই পারেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাও তেমনি হঠাৎ করেই অসুস্থ হয়েছেন। রাজাকারের দল বিএনপি এবং জামায়াত এটাকে পুঁজি করে অপরাজনীতি করার পায়তারা করছে।
তিনি বলেন, আসুন আমরা সত্যকে সত্য বলে স্বীকার করি। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।
এমএএস/এমএমজেড/এমএস
Advertisement