নিজ শহরেই গুলিতে প্রাণ গেল আইভরি কোস্টের ফুটবলার জর্জেস গ্রিফিথসের। বৃহস্পতিবার বিকেলে গাড়ি ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তির পর গুলিতে মৃতু্য হয়েছে ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারের।
Advertisement
চেক জায়ান্ট স্পার্তা প্রাগ এবং হাঙ্গেরিয়ান প্রিমিয়ার লিগ ক্লাব ডায়োসগিয়োরের জনপ্রিয় মুখ ছিলেন জর্জেস গ্রিফিথ। গাড়ি নিয়ে তিনি গিয়েছিলেন নিজের শহর আবিদজানে ঘুরতে। এ সময় গাড়ি ছিনতাইকারীর কবলে পড়েন এই ফুটবলার।
ছিনতাইকারী দল গ্রিফিথসের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটি জোর করে নিয়ে যেতে চাইছিল। এত দামী জিনিস কে কেউ সহজে ছেড়ে দেয়? গ্রিফিথসও দিতে চাননি। তখনই তার উপর গুলি চালায় ছিনতাইকারী দলের সদস্যরা। এরপর আইভরি কোস্টের এই ফুটবলারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা প্রাণ বাঁচাতে পারেননি।
জর্জেস গ্রিফিথকে সবাই চিনত আগামীর 'দিদিয়ের দ্রগবা' হিসেবে। ২০১১ সালে আইভরি কোস্টের অনুর্ধ্ব-২৩ দলে তিন ম্যাচ খেলেই বিখ্যাত ক্লাব স্পার্তা প্রাগে সুযোগ পেয়ে যান তিনি। ২০১৩ সালে হাঙ্গেরিয়ার দল লম্বার্ড-পাপায় যোগ দেন এই স্ট্রাইকার।
Advertisement
এর এক বছর পর তাদের প্রতিদ্বন্দ্বি ক্লাব ডায়সগিয়র নিয়ে নেয় গ্রিফিথকে। সেখানে তিন মৌসুম থেকে ৩৪ ম্যাচ খেলেন ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার। গোল করেন ৮টি।
এমএমআর/জেআইএম