বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে প্রায় ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশি নাগরিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন। যা ওই অঞ্চলে একক কোনো দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম। তবে বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
গঙ্গা পানি চুক্তি: বৈঠকের জন্য কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল
Advertisement
গঙ্গা নদীর পানি চুক্তি নিয়ে আলোচনা ও টেকনিক্যাল পরিদর্শন করতে ভারতে এসেছেন বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (৩ মার্চ) সকালে প্রতিনিধি দলটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইন্দোনেশিয়ায় রমজান ও ঈদে প্লেন ভাড়া-টোল ফি কমানোর নির্দেশ
ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ প্লেন ভাড়া এবং গুরুত্বপূর্ণ কিছু মহাসড়কে টোল ফি কমানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি, আমরা তাদের কাছে কৃতজ্ঞ: জেলেনস্কি
Advertisement
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি ও তাদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এমন কোনো দিন নেই, যেদিন আমরা যুক্তরাষ্ট্ররে এই সহয়তার জন্য কৃতজ্ঞতা অনুভব করিনি।
রমজানে গাজায় ‘দুর্ভিক্ষ ও বিশৃঙ্খলার’ আশঙ্কা
রমজান মাসে গাজার মানুষদের জন্য তীব্র খাদ্যসংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডটিতে সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরের এক নারী সতর্ক করে বলেছেন, এতে দুর্ভিক্ষ ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।
ইউক্রেনকে রক্ষায় জোট গড়ছে ইউরোপ, ৪ দফা পরিকল্পনা
ইউক্রেনে যুদ্ধের অবসান ও দেশটির নিরাপত্তা নিশ্চিতে চার দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও কিছু দেশ একত্রে ‘ইচ্ছুকদের জোট’ গঠন করছে এবং ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে।
ভারতে তুষারধস, ধাতব কন্টেইনার থেকে ৪৬ জনকে জীবিত উদ্ধার
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ তুষারধসের পর ধাতব কন্টেইনারের নিচে চাপা পড়া বহু নির্মাণশ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উত্তরাখণ্ডের মানা গ্রাম সংলগ্ন একটি নির্মাণশিবিরে তুষারধসের ঘটনা ঘটে। এতে ৫৪ জন শ্রমিক আটকা পড়েন।
অর্থমন্ত্রীকে বহিষ্কার করলো ইরান
অর্থনীতিতে অব্যবস্থাপনা এবং ইরানি রিয়ালের ব্যাপক দরপতন রোধে ব্যর্থতার দায়ে অর্থমন্ত্রী আবদোলনাসের হিম্মাতিকে অব্যাহতি দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
কলকাতার রাজপথে নতুন রূপে চলবে হলুদ ট্যাক্সি
হলুদ রঙের অ্যাম্বাসেডর নয়, কলকাতার রাজপথে চলবে ঝাঁ চকচকে এসি হলুদ ট্যাক্সি। কলকাতার নস্টালজিয়া হলুদ ট্যাক্সি এবার নামবে নব কলেবরে। হেরিটেজ ক্যাব নামে কলকাতার রাজপথে হলুদ ট্যাক্সি নামানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
পাকিস্তানে গাড়িতে এলোপাতাড়ি গুলি, নিহত ৬
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। রোববার (২ মার্চ) মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে একটি গাড়িতে গুলিবর্ষণ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এসএএইচ/এএসএম