বাগেরহাটে খেজুর, ছোলা ও চিনির দাম কিছুটা কম রয়েছে। তবে বোতলজাত সয়াবিন তেল, বেগুন ও লেবুর দামে অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। চড়া দামে বিক্রি হচ্ছে এসব পণ্য।
Advertisement
সোমবার (৩ মার্চ) প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। যেখানে কয়েকদিন আগেও এর দাম ছিল ৩০-৪০ টাকা। লেবুর দামও বেড়ে প্রতিপিস বিক্রি হচ্ছে ১৫ টাকায়। অথচ কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ৫-৬ টাকা পিস।
রমজানের সময় সাধারণত ছোলা, চিড়া, মুড়ি ও খেজুরের দাম বাড়ে। তবে এবার এসব পণ্যের বাজার কিছুটা সহনীয়। এক মাস আগে প্রতিকেজি ছোলা ১২০ টাকায় বিক্রি হলেও এখন তা ১০০ টাকায় নেমেছে। গতবছর রমজানে সাদা চিনি ১৪০ টাকা কেজি বিক্রি হলেও এবার তা ১২০ টাকা। আর মিস্ত্রি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকায়।
বাজারে খেজুরের দাম কেজিপ্রতি ৩০-২০০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে নিম্নমানের খেজুর ১৫০ টাকা কেজি, আর উন্নত মানের খেজুর ১৩০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। দাম সহনীয় থাকায় ব্যবসায়ী ও ক্রেতারা কিছুটা স্বস্তিতে আছেন।
Advertisement
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে কোম্পানিভেদে বোতলের গায়ে ১৭০-১৭৫ টাকা দাম লেখা থাকলেও বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকায়। ৫ লিটারের বোতলের গায়ে মূল্য লেখা রয়েছে ৮৫২ টাকা। অথচ বিক্রি হচ্ছে ৮৫৫ থেকে ৮৯০ টাকায়।
এ বিষয় বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা বলেন, রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কেউ যদি অস্বাভাবিকভাবে দাম বাড়ান, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসআর/এএসএম
Advertisement