যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার সকালে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বঘোষণা অনুযায়ী তাকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে সকাল ৮টা থেকে এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
Advertisement
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে রাস্তায় দাঁড়ানোর সময় ও মিছিল নিয়ে আসার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না- দলীয়ভাবে এমন সিদ্ধান্ত থাকলেও তা মানা হয়নি।
দলীয় সিদ্ধান্ন্ত অনুযায়ী কোনো বাদ্যযন্ত্র বা ঢোল ব্যবহার করা যাবে না। সে সিদ্ধান্তও মানা হয়নি।
Advertisement
শেরে বাংলা নগর থানার একটি মিছিলে ব্যান্ডপার্টি, ঢোল বাজিয়ে সংসদ ভবনের উত্তর প্লাজায় অবস্থান নেয়। এ মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছবি ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সরকারি সফর শেষে শেখ হাসিনা দেশের পথে সোমবার লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন। শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছেন। সাধারণ পরিষদের অধিবেশন যোগদান শেষে ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে যান। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে তার দেশে ফেরা বিলম্ব হয়।
এফএইচএস/এনএফ/এমএস
Advertisement