আন্তর্জাতিক

ভারতে ওমান ও কাতারের ৮ শেখ গ্রেফতার

ভারতের হায়দ্রাবাদে বাল্যবিয়ে করতে গিয়ে ওমান ও কাতারের ৮ জন শেখ গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে তিন কাজিসহ আরও ১২ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

Advertisement

বিবিসির এক সংবাদের বলা হয়, এরা সবাই শিশু বিবাহের (বাল্যবিবাহ) একটি বড় চক্র। ভারতে গিয়ে তারা শিশু কন্যাদের বিয়ে করে নিয়ে যেতে চেয়েছিলেন। প্রায় এক মাস নজরদারি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে চক্রটিকে গ্রেফতার করা হয়েছে।

হায়দ্রাবাদের ডেপুটি পুলিশ কমিশনার ভি সত্যানারায়না বলছেন, ‘কমবয়সী মেয়েদের বিয়ে দেয়া হত জাল নিকাহনামা তৈরি করে। পরে বিভিন্ন আরব দেশে নিয়ে গিয়ে এসব মেয়েদের ৯৯ শতাংশকেই যৌনদাসী হিসাবে ব্যবহার করা হত। বাকি কয়েকজনকে দিয়ে ঘরের কাজ করানো হত।’

জাল নিকাহনামা তৈরি ও ‘চুক্তি বিবাহ প্রথা’ নামের এ কাজে সাহায্য করত এমন তিন কাজিকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, ‘ওমান ও কাতারের যে শেখরা ধরা পড়েছে, তাদের মধ্যে একজন ৮০ বছর বয়সী ব্যক্তিও আছেন, যিনি লাঠিতে ভর দিয়ে হাঁটেন। ছেলেকে সঙ্গে নিয়ে তিনি কম বয়সী ভারতীয় কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে চেয়েছিলেন।’

Advertisement

নজরদারি ও তথ্যের ভিত্তিতে চন্দ্রায়নগুট্টা এলাকার একটি গেস্ট হাউসে পুলিশ অভিযান চালায়। তল্লাশির সময় পুলিশ দেখতে পায়, ৭০ বছর বয়সী এক ওমানি নাগরিকের সঙ্গে ১৫ বছর বয়সী একটি মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

সত্যনারায়নার আরও বলেন, ‘কয়েকটি সূত্র থেকে আমরা খবর পেয়েছিলাম যে, এরকম একটা চক্র চলছে। গত মাসে একটি মেয়েকে উদ্ধার করার পরে আমরা তদন্তে নেমেছি। বিমানবন্দর দিয়ে আরব দেশগুলির যত নাগরিক - বিশেষত শেখরা শহরে ঢুকেছেন, প্রত্যেকের ওপরে নজর রাখা হচ্ছিল।’

গ্রেফতার আরব শেখরা গত এক সপ্তাহে ১২ জন কমবয়সী মেয়েকে পছন্দ করেছিল। যাদেরকে সহযোগিতা করেছে কয়েকটি চক্র। হায়দ্রাবাদ শহরে এরকম ৩৫ জন দালালকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে ২৫ জনই নারী। তাদের গ্রেফতারেও হায়দ্রাবাদ পুলিশের তিনটি দল তল্লাসি চালাচ্ছে বলে জানান তিনি।

আরএস/এমএস

Advertisement