আন্তর্জাতিক

রাজস্থানে মুসলিম হত্যায় অভিযুক্ত ছয়জনের খালাস

গেল এপ্রিলে রাজস্থানে এক মুসলমান দুধ ব্যবসায়ীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় অভিযুক্তদের ছয়জনকে ছাড় দিয়েছে পুলিশ।

Advertisement

মৃত্যুর আগে পেহলু খান নামে ওই দুধ ব্যবসায়ী যাদের নাম বলেছিলেন তাদের মধ্যে এই ছয়জনের নাম ছিল। এদের তিনজন আবার হিন্দুত্ববাদী একটি সংগঠনের সঙ্গে যুক্ত।

তবে পুলিশ এখন বলছে, তদন্ত করে তারা দেখেছে অভিযুক্তরা ঘটনাস্থলেই ছিলেন না।

পুলিশ বলছে, তারা ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে একটি গোশালায় ছিলেন।

Advertisement

পহেলু খানের ছেলে ইরশাদ খান বিবিসিকে বলেছেন, ‘বাবা তো দু’দিন হাসপাতালে বেঁচে ছিলেন, এক ইন্সপেক্টর এসেছিলেন বয়ান রেকর্ড করতে। তাকে স্পষ্ট করে এই ছয়জনের নাম বলেছিলেন বাবা। সেটাই ছিল তার মৃত্যুকালীন জবানবন্দি। তারপরেও তারা ছাড়া পেয়ে গেল। আমরা এখন সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। সেখানে আশা করি ন্যায়বিচার পাব।’

আলোচিত এ ঘটনার মূল অভিযুক্তদের ছাড়া পাওয়ার ঘটনায় ভারতের রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের কর্মীদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। অভিযোগ উঠছে যে হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণেই বিজেপি সরকার তাদের ছাড় দিয়েছে।

সূত্র : বিবিসি বাংলা।

এনএফ/এমএস

Advertisement