আন্তর্জাতিক

মুম্বাইয়ে বন্যা-বাড়ি ধসে ৫ জনের মৃত্যু

ভারতের মুম্বাই শহরে মঙ্গলবার রাতে ভারি বৃষ্টিপাতে একটি বাড়ি ধসে পড়ার ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া প্রতিবেশী থানিতে বৃষ্টি ও বন্যাজনিত বিভিন্ন দুর্ঘটনায় ৩২ বছর বয়সী এক নারী ও এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন।

Advertisement

বন্যায় রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার থেকে ট্রেন সেবা বন্ধ রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বুধবার সকাল থেকে মুম্বাই বিমানবন্দরে বিমানের ফ্লাইট স্বাভাবিক রয়েছে। তবে মঙ্গলবার বৃষ্টির কারণে প্রায় ১০টি ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় লোকজনকে উদ্ধারে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পাঁচটি দল মোতায়েন করা হয়েছে।

কোলাবা, ওরলি এবং ঘাতকোপার এলাকায় বন্যাকবলিত লোকজনকে খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বন্যার কারণে বেশ কিছুদিন ধরেই মুম্বাইয়ের স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

Advertisement

টিটিএন/পিআর