খেলাধুলা

বৃষ্টি না হলে ঠিক সময়েই খেলা শুরু

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বহুল প্রতিক্ষীত টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। দুই দলের এই টেস্টে এখন সবচেয়ে বড় বাধার নাম বৃষ্টি। মৌসুমি বায়ুর প্রভাবে রাতেও বৃষ্টি হয়েছে। তবে এরপর আর বৃষ্টি না হওয়ায় ধারণা করা হচ্ছে নির্ধারিত সময়েই খেলা শুরু হবে।

Advertisement

এদিকে রাতে বৃষ্টি হলেও উইকেট ও মাঠের প্রায় ৭৫ ভাগই ছিল কভারে ঢাকা। সকাল থেকে মিরপুর এলাকায় বৃষ্টি না থাকলেও আকাশে হালকা মেঘ আছে। আর বৃষ্টি না হলে নির্ধারিত সময় সকাল ১০ টায় শেরে বাংলায় দুই দলের ম্যাচটি শুরু হবে।

শেষ কয়েক দিন ধরেই ঢাকাতে নিয়মিত সকালে হচ্ছে বৃষ্টি। শুধু সকালে নয়, দিনের বিভিন্ন সময়েও হচ্ছে হালকা থেকে মুষলধারে বৃষ্টি। তবে মাসের শেষ দিকে টেস্ট চলাকালীন সময়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জাগো নিউজকে জানিয়েছেন আবহাওয়াবীদ আব্দুল মান্নান। তিনি বলেন, ‘২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ এখনকার চেয়ে আরও বাড়বে।’

এমআর/এমএস

Advertisement