জাতীয়

বাজেট পাশের আগেই চলছে কর আদায়

বাজেট পাশের আগেই শুরু হয়েছে মোবাইলে কর আদায়। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী মোবাইল গ্রাহকদের কাছ থেকে ৫ শতাংশ হারে সম্পূরক শুল্ককর আদায়ের কথা জানান। কিন্তু অর্থমন্ত্রী এ কথা জানানোর আগে থেকেই শুরু হয় মোবাইলে কর আদায়।অভিযোগে জানা গেছে, বাজেটের দিন সকাল থেকেই অতিরিক্ত ৫ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করছে মোবাইল অপারেটররা। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, সংসদে বাজেট পেশ করার আগেই মোবাইল অপারেটরদের সম্পূরক শুল্ক আদায় আমার কাছে বোধগম্য নয়। তবে এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) ফাইজুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটের অর্থ বিল বা অর্থ আইন ২০১৫-এর ঘোষণা অনুযায়ী জনস্বার্থে এ সম্পূরক শুল্ককর মোবাইল অপারেটররা আদায় করছে। এ ক্ষেত্রে বাজেট পাস হওয়া পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। এনবিআর সূত্র জানায়, বাজেট ঘোষণার আগের দিন ৩ জুন রাত থেকেই সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তারা মোবাইল অপারেটরদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতেই বাজেটের দিন সকাল থেকে ওই অতিরিক্ত কর আদায় করছে মোবাইল অপারেটররা। এদিকে গতকাল দেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলো তাদের গ্রাহকদের মুঠোফোনে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, মোবাইল ফোন ব্যবহারে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যা আপনার সকল ধরনের মোবাইল ব্যবহারের ওপর প্রযোজ্য হবে। এএইচ/এমএস

Advertisement