বিনোদন

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের গল্পে তারিক আনাম খান ও বাবু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকে ইতিহাসের সাক্ষী হয়ে প্রতি বছর ১৫ আগস্ট বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে।

Advertisement

এই সত্য ঘটনা অবলম্বনে ‘মহামানবের দেশে’ নামক গল্প লিখেছেন নাট্যকার ও গীতিকবি সহিদ রাহমান। গল্পটি ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ নামে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা।

সম্প্রতি ঢাকার অদূরে পুবাইল ও উত্তরায় টানা ৩ দিন শুটিংয়ের মধ্য দিয়ে এই টেলিছবিটি নির্মিত হয়েছে। যার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের প্রখ্যাত দুই অভিনেতা তারিক আনাম খান ও ফজলুর রহমান বাবু। প্রধান নারী চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মিমালা। এছাড়া অভিনয় করেছেন মঞ্চের দাপুটে অভিনেত্রী মোমেনা চৌধুরী।

অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পে অভিনয়কে শুধু অভিনয় নয়, দায়বদ্ধতা মনে করি। নিজে মুক্তিযুদ্ধ করেছি তাই এই কাহিনীচিত্রে কাজ করতে গিয়ে বারবার যুদ্ধের সেই সময়ে ফিরে গেছি। সহিদ রাহমান একটি সত্য ঘটনার সঙ্গে দারুণ আবেগী একটি গল্প লিখেছেন। আশা করি কাহিনীচিত্রটি মানুষকে তাড়িত করবে।’

Advertisement

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ টেলিছবি আসছে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী দিবস উপলক্ষে চ্যানেল আইতে রাত ৮টায় প্রচার হবে।

এনই