তথ্যপ্রযুক্তি

তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণে কর্মশালা

গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধ করতে ‘তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

Advertisement

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনের বিসিসি অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় আন্তর্জাতিক মান বজায় রেখে পূর্ণাঙ্গ বাংলা করপাস উন্নয়ন, কথা থেকে লেখা ও লেখা থেকে কথায় রূপান্তর সফটওয়্যার উন্নয়ন, বাংলা ফ্রন্ট রুপান্তর ইঞ্জিন, বাংলা যান্ত্রিক অনুবাদক উন্নয়ন, স্ক্রিন রিডার সফটওয়্যার উন্নয়নসহ মোট ১৬টি বিষয়ের ওপর আলোচনা হয়।

কর্মশালার সঞ্চালক ও বেসিস সভাপতি মোস্তফা জব্বার, শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মাদ জাফর ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দানীউল হক, অতিরিক্ত সচিব (পিআরএল) এস এম আশরাফুল ইসলাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহারের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

Advertisement

এএস/জেএইচ/এমএস