প্রবাস

রোমে বাংলাদেশ দূতাবাসে ইফতার

ইতালির রাজধানী রোমে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার রোমে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় প্রবাসীদের উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঘরোয়া পরিবেশে এ ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রদূত স্থানীয় প্রবাসী আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানান।

ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী,সাধারণ সম্পাদক হাসান ইকবাল,হোসনে আরা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন,এমএ রব মিন্টু, ইতালি বিএনপির সাবেক সভাপতি লকিয়ৎ উল্লাহ,বর্তমান সাধারণ সম্পাদক ঢালী নাছির উদ্দীন, সহসভাপতি এমদাদুল হক মৃধা,ইতালি জাসদের সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মাহবুব রহমান ভুট্টো প্রমুখ।

Advertisement

এছাড়াও দূতাবাসের দ্বিতীয় সচিব ইরিন ইসলাম,কাউন্সিলর আরফানুল হক,রফিকুল ইসলাম,শেখ শামীম আহমেদ,ইফতেকার আলম কনক প্রমুখ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রথমবারের মত ইতালি আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের একই কাতারে বসে ইফতার করতে দেখা গেছে।

এসআর/জেআইএম

Advertisement