বকেয়া পাওনা বুঝিয়ে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দৈনিক ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিকরা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইনকিলাব সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
Advertisement
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ইনকিলাবের সম্পাদক ১০০ সাংবাদিককে চাকরিচ্যুত করে মানবতাবিরোধী কাজ করেছেন। তাদের কোনো পাওনাদি পরিশোধ করা হয়নি। অবিলম্বে চাকরিচ্যুত সব সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধ করার আহ্বান জানিয়ে তারা তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিক শামীম খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন- জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ডিইউজ-এর সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মানিক মুনতাসির, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, ডিইউজ-এর সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসিম, চাকরিচ্যুত সাংবাদিকদের মধ্যে রবিউল্লাহ রবি, তালুকদার হারুন, আফজাল বারী প্রমুখ।
এএস/এমএমএ/এএইচ/জেআইএম
Advertisement