রোজায় জঙ্গি হামলার আশঙ্কায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে থাকা নাগরিকদের সতর্ক করেছে জাপান। ঢাকায় শুক্রবার জাপান দূতাবাস দেশটির নাগরিকদের প্রতি এ সর্তকর্তা প্রচার করে। জাপানি ভাষায় দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে এ বার্তা প্রচার করা হয়। বার্তায় বলা হয়, সাম্প্রতিক বছরগুলোয় রমজান মাসে অনেক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত বছর রমজানে বাংলাদেশে (গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ) ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে, যাতে জাপানি নাগরিকসহ অনেক বিদেশি নিহত হন। ‘রমজানে ফের সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা বাড়ানো’ বিষয়ক ওই বার্তার সূচনায় জাপানি নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, ‘এখনও আমরা (দূতাবাস) আপনাদের (জাপানিদের) বিনা প্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলছি। দয়া করে (যে যে অবস্থায় থাকেন) আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।’দূতাবাসের জারি করা নিরাপত্তা সতর্কবার্তার সঙ্গে (বিস্তারিত তথ্যের জন্য) ২২ মে টোকিও’র প্রচার করা ওভারসিজ সেফটি ইনফরমেশনের (ওয়াইড এরিয়া ইনফরমেশন) যে লিংক প্রচার করা হয়, তাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গত দুই বছরের (২০১৫ ও ২০১৬ সালে) রমজানে সংঘটিত সন্ত্রাসী বা জঙ্গি হামলার বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে। টোকিও ওই বার্তায় বলা হয়, রমজান মাসে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ইসলামিক উগ্রপন্থী গোষ্ঠী আইএস তাদের অনুগতদের প্রতি ২০১৫ ও ২০১৬ সালে দেয়া বিবৃতিতে আহ্বান জানিয়েছিল। ‘রমজান মাসের সঙ্গে আইএসের বিবৃতির কী সম্পর্ক, সেটি স্পষ্ট নয়’ উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়, তারপরও গত দুই বছরে রমজান মাসে বিশ্বে অনেক সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটেছে। নিরাপত্তা সতর্কতা সংক্রান্ত টেকিও-এর বার্তায় বাংলাদেশ ছাড়াও তুরস্ক, কেনিয়া, মরোক্কো, বাহরাইন, বৃটেন, রাশিয়া, পাকিস্তান সুইডেন, ফিলিপাইন, মিশর এবং ফ্রান্সের বিভিন্ন সন্ত্রাসী-জঙ্গি হুমকি এবং আক্রমণসহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত সন্ত্রাসী ও উগ্রবাদী হামলার উল্লেখ রয়েছে। জেপি/এমএমএ
Advertisement