জাতীয়

৩০ এপ্রিল পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির দাবি

চলতি বছর হজ গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

Advertisement

রোববার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে হাব মহাসচিব শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ দাবি জানান।

ধর্মমন্ত্রীর সাথে দু’একদিনের মধ্যে হাব নেতারা বৈঠকে বসবেন বলেও এ সময় তিনি জানান।

তিনি আরও জানান, অধিকাংশ এজেন্সির কাছে যাত্রীরা পাসপোর্ট ও টাকা জমা দেয়নি। তাই ৩০ এপ্রিল পর্যন্ত সময় না দিলে নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে না।

Advertisement

সোমবার ১০ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত হজ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে। গত ২৯ মার্চ মন্ত্রণালয়ের (হজ-১) শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে এ সময় নির্ধারণের কথা জানানো হয়েছিল।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট প্রায় এক লাখ ২৮ হাজার নারী, পুরুষ ও শিশুর পবিত্র হজে যাওয়ার জন্য কোটা নির্ধারিত রয়েছে।

এমইউ/এসআর/এমএস

Advertisement